সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৩

চট্রগ্রাম এস পি জি আর সি হালিশহর শাখার উদ্যোগে রউফাবাদ কাম্পে এক আলোচনা শোভার আয়োজন করা হয়।

চট্রগ্রাম এস পি জি আর সি হালিশহর শাখার উদ্যোগে রউফাবাদ কাম্পে এক আলোচনা শোভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা শোভায় চট্রগ্রাম এর এস পি জি আর সির চারটি শাখার নেত্রীবৃন্দ অংশ গ্রহন করেন। আলোচনা শোভার সভাপতিত্ব করেন এস পি জি আর সির চট্রগ্রাম জোনের সাধারণ সম্পাদক সোহেল আক্তার খান।শোভায় চট্রগ্রাম সাতটি ক্যাম্পের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এবং চলিতি মাসের শেসের দিকে একটি নগর সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহন করা হয় ।
উক্ত শোভায় আরো উপস্তিত ছিলেন এস পি জি আর সি হালিশহর শাখার সোহেল আসরাফি খান
রউফাবাদ শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও মাওলানা আশরাফ বিহারী, আব্দুল হান্নান, আব্দুস সামাদ, এবং ফিরোজ শাহ ক্যাম্পের, মহাম্মাদ ইকবাল ও এস বি নগর শাখার, তানভির আহেমদ।
মোনাজাতের মধ্যে দিয়ে শোভা সমাপ্তি ঘোষণা করা হয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন