সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৩

একটি শোক সংবাদ

একটি শোক সংবাদ
এস পি জি আর সি রউফাবাদ ব্রাঞ্চ চট্রগ্রাম এর সাবেক সভাপতি জনাব মোহাম্মাদ রিয়াজ উদ্দিন আনসারি সাহেব আজ ২৯/০৮/২০১৩ রোজ বৄহস্পতিবার বেলা ০২,৪৮ মিনিটে নিজ বাস ভবনে পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ( ইন্না ল্লিলাহে ওয়াইন্না এলায়হে রাজেউন ) মৃত্যু কালে তার বয়স ছিল । (৮৫) তিনি তিন ছেলে ও এক কন্যা রেখে যান। তিনি চট্রগ্রাম এস পি জি আর সি রউফাবাদ ব্রাঞ্চ এর সভাপতি থাকাকালীন অবস্তায় রউফাবাদ ক্যাম্পের বহু উন্নয়ন মূলক কাজ করেছেন এবং তার আমলে উল্লেখ যোগ্য ভুমিকা পালন করিয়াছিলেন, তিনি তার বয়সের বেশীর ভাগ সময় অবাঙ্গালীদের সংগঠন এস পি জি আর সির জন্য উৎসর্গ করেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন